বন্ধ করুন আপনার ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন ।

বন্ধ করুন আপনার ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন ।

মোবাইল ব্যবহার করতে করতে হুট করে বিরক্ত অনুভব হবার অন্যতম কারণ হল বিজ্ঞাপন। অনেকে ‘অ্যাডভারটাইজমেন্ট’ও বলে থাকি। এটা হতে পারে যেকোনো কিছুর বিজ্ঞাপন। হতে পারে কোনো কোম্পানির, হতে পারে অনলাইন শপের। আবার হতে পারে কোনো খাবার-দাবারের। বিশেষ করে ইন্ডিয়ান যেসব স্মার্টফোন রয়েছে, সেগুলোতে তো প্রতিটি অ্যাপসে ঢোকার সময়েই দেখতে পাওয়া যায় এই বিরক্তিকর বিজ্ঞাপন। এগুলো আসার পর মাথা গরম হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। এগুলো বন্ধ করার কোনো উপায় কি নেই?

তো এই আর্টিকেলে কথা হবে আমাদের মোবাইল এ কিভাবে এই বিজ্ঞাপন বা অ্যাড বন্ধ করা যায়। চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এই ব্যাপারে।আমরা অনেকেই অনেক ধরনের বা ব্র্যান্ডের ফোন ব্যাবহার করি। তো এই ফোনগুলোতে এই অ্যাড বন্ধ করার বিভিন্ন ধরনের উপায় রয়েছে। ফোনে থাকা সেটিংস অথবা কিছু অ্যাপসের মাধ্যমে সেই সেটিংস গুলো অ্যাপ্লাই করলে এই অ্যাড বন্ধ করা সম্ভব।

শুরুতেই আমরা যে কাজটি করবো, সেটি হচ্ছে আমরা চলে যাব আমাদের স্মার্টফোনের সেটিংসে। সেখানে গিয়ে আমাদের বের করতে হবে ‘গুগোল’কে। ‘গুগোলে’ ঢোকার পরে শুরুতেই দেখতে পারবেন, একটি অপশনে লেখা আছে ‘অ্যাডস’। আমাদেরকে সেই ‘অ্যাডসে’র উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন ‘অ্যাডস পারসোনালাইজড’ নামে একটি অপশন রয়েছে। সেটি অন করে দিবেন। অন করার পর দেখতে পারবেন, নতুন একটি অপশন চলে এসেছে। যেটার নাম হচ্ছে ‘your advertising আইডি’। তো এই আইডি আমাদের রিসেট করে দিতে হবে। রিসেট করার এই ‘অ্যাডভারটাইজিং আইডি’টা পরিবর্তন হয়ে যাবে। তো এই আইডির ক্ষেত্রে আমাদের এটুকু করতে হবে। এটা করার আমরা আমাদের সেই সেটিংস থেকে বের হয়ে যাব। তো এটি ছিলো আমাদের ফোনের অ্যাড বন্ধ করার একটি পদ্ধতি। আরেকটি হচ্ছে, আমরা আমাদের ফোনের ব্রাউজারের মাধ্যমেও এই অ্যাড অফ করতে পারবো। এজন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে। সেখানে যাওয়ার পরে সার্চ করবেন ‘মাই অ্যাক্টিভিটি’ নামের একটি সাইট। ফলাফল আসার পর ‘ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি’তে ঢুকবেন। এটাতে যাওয়ার পরে এই সাইটের বাম পাশে উপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন। সেখান থেকে আপনাকে যেতে হবে ‘অ্যাক্টিভিটি কন্ট্রোল’ নামের একটি অপশনে। সেখানে ঢোকার পরে আপনাকে ‘অ্যাডস’ অপশনে গিয়ে ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’ । এই অনটাকে আপনার অফ করে দিতে হবে। এরপর উপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুটায় চাপ দিয়ে, চলে যাবেন সেটিংসে। সেখানে যাওয়ার পরে নিচে ‘সাইড সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে। এটিতে ঢোকার পরে, চলে যাবেন ‘কুকিজ’ নামের অপশনে। ‘কুকিজে’ যাওয়ার পরে দেখতে পারবেন ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ নামের একটি অপশন রয়েছে। সেটি অন করে দেবেন। এটি করার পরে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। আজকে যেসব অ্যাডভারটাইজমেন্ট বন্ধ করার ব্যাপার নিয়ে কথা বললাম, আশা করি সেগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করলে বিরক্তিকর বিভিন্ন অ্যাডসগুলো থেকে মুক্তি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *