ইমেইল পাঠানো যাবে ইন্টারনেট ছাড়াই।যুগান্তকারী এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ই-মেইল পরিষেবা দাতা প্রতিষ্ঠান জিমেইল।এই সেবাটির নাম তারা দিয়েছেন জিমেইল অফলাইন।এবার ইন্টারনেট না থাকলেও আপনি মেইল খোঁজা ,উত্তর দেয়ার মত প্রয়জনীয় কাজ সেরে নিতে পারবেন।তবে এর জন্য আপনাকে কিছু কাজ করে নিতে হবে ,চলুন জেনে নেয়া যাক কিভাবে এই সেবাটি চালু করা যায়।
১।আপনার পিসিতে অবশ্যই ক্রম ব্রাউজার থাকতে হবে ।অন্যথায় এই সেবা থেকে আপনি বঞ্চিত হবেন।
২।আপনার জিমেইল লগ ইন করুন এবং সেটিংস অপশনে যান
৩।সে্টিংস এ গেলে All settings অপশন দেখতে পাবেন।এবার দেখতে পাবেন অফলাইন ট্যাব।
৪।অফলাইন ট্যাব এ ক্লিক করলে ভেসে উঠবে একটি চেকবক্স,যেখানে লেখা থাকবে-এনাবেল অফলাইন মেইল এখানে আপনি সম্মতি দিয়ে রাখবেন।
৫।গুগল জানতে চাইবে আপনি কতদিনের মেইল সিঙ্ক করতে চাচ্ছেন ।উত্তর দিয়ে সেভ করলে আপনি অফলাইন ইমেইল পরিষেবা পেতে শুরু করবেন।
অর্থাৎ এই কয়েকটি কাজ করলেই আপনি অফলাইন ইমেইল সেবা পেতে পারবেন।